Monday, August 29, 2022

 'আপামর বৌদ্ধদের শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর আহবান'


ভদন্ত/সুধী


মৈত্রী শুভেচ্ছাসহ সকলের প্রতি নিবেদন, শ্রীলঙ্কান ধর্মভাইদের দুর্দিনে আপামর বৌদ্ধদের সৌভ্রাতৃত্ব রক্ষায় মানবিক সহযোগিতা দানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে-বিদেশে অবস্থানরত সমগ্র বৌদ্ধরা প্রত্যেকে দান-অনুদান সংগ্রহ করে স্ব-স্ব শ্রীলঙ্কার দূতাবাস মাধ্যমে বৌদ্ধ দান পাঠিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করা একান্ত আবশ্যক। যৎসামান্য সহযোগিতায় তাদের রাষ্ট্রীয় ঘাটতি কখনো পূরণ হবে না। কিন্তু আমাদের যাঁর যা সামর্থ অনুযায়ী যা আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো বৌদ্ধ হিসেবে সকলের দায়িত্ব মনে করি। সমগ্র বৌদ্ধদের পক্ষে যৌথভাবে দান করা উত্তম হবে বল মনে করি। 

 

শ্রীলঙ্কানদের অবদানে বাঙালি বৌদ্ধদের ধর্ম বিনয়, পণ্ডিত, লেখক, গবেষক ভিক্ষুসংঘ সৃষ্টিতে শ্রীলঙ্কানদের অবদান অনস্বীকার্য। বৌদ্ধরা শ্রীলঙ্কাবাসীদের প্রতি ঋণী। তাঁদের দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানো জরুরী মনে করি। আপনার আমার সামান্য অর্থে তাদের অভাব পূরণ বা সমাধান হবে না। কিন্তু তাদের এই অবস্থায় আমরা পাশে আছি এবং ছিলাম অন্তত সামান্যতম সহযোগিতা করে হলেও মনকে সান্তনা দিতে পারব।


তাই সকলের প্রতি বিনীত আহবান করছি আপনার উদার হস্ত প্রসারিত করুন।


নিবেদনে-

সুমনপাল ভিক্ষু

No comments:

Post a Comment