Tuesday, August 16, 2022

আন্তর্জাতিক আদিবাসী দিবস

 সুমনপাল ভিক্ষু

 ভারতের স্বাধীনতার পঁচাত্তর দোরগোড়ায় দাঁড়িয়ে আদিবাসীদের কতটুকু সংরক্ষণ বা তাদের প্রগতি বা উন্নয়নের মূল স্রোতে সামিল করতে পেরেছি তাদের জনজীবনে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে সেটা ভেবে দেখার বিষয়। ২০০৬ সালের জনজাতি গোষ্ঠীগুলির অরণ্যের অধিকার আইনের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়৷ তাঁদের বংশানুক্রমিক আবাসভূমি থেকে আজ তাঁরা উচ্ছেদের সন্মুখীন৷

আদিবাসী জনগোষ্ঠী করে বা কারা-  আদিবাসী, জনজাতি যাই বলা না কেন ইংরেজি প্রতিশব্দে তা হল  Tribe; এই Tribe নামক সংবর্গটি আমাদের দেশে উপনিবেশিক শাসকদের অবদান। ইংরেজি শব্দে আবার এই শব্দটি এসেছিল ল্যাটিন শব্দ Tri bus থেকে। এর দ্বারা রোমের জাতি গোষ্ঠীকে বোঝানো হতো - টাইটেস, রেমনেস, এবং লুসেরস। বস্ত্তত Tribe শব্দটির বুৎপত্তির গভীরে Tri বলা তিনের একটি ব্যঞ্জনা ছিল - 'Tri' বা 'bhew' বা হওয়া - অর্থাৎ রোমান জনসমাজে ত্রিধা বিভক্ত গোষ্ঠীগুলিই  'ট্রাইব' ২৪০-৪২ খ্রীস্টপূর্ব রোমে পঁয়ত্রিশটি জনগোষ্ঠী বলা ট্রাইব মিলে 'কমিশিয়া ট্রাইবুটা' তৈরী করেছিল। এই সভার একত্রিশটি জনগোষ্ঠী নগরের বাইরে গ্রামাঞ্চলের বাসিন্দা। দুহাজার বছর আগে আদিবাসী শব্দটির ব্যবহার এমন দুটি অর্থে হত, যা আজও প্রচলিত থেকে গেছে- এক, সাধারণভাবে আদিবাসীরা পশ্চাৎপদ জনগোষ্ঠী।  দুইমূলত নগরের বাইরে গ্রামীণ জনগোষ্ঠী হল আদিবাসী / ট্রাইব।

প্রশাসনিকভাবে জনগননার প্রয়োজনে আদিবাসীদের পরিচিতির স্বতন্ত্র উপস্থিতির ধারাবাহিক বৃত্তান্ত উঠে আসে। ১৮৯১ সালে ভারতের তৎকালীন Census Commissioner বেইন (Blaine) Forest Tribe - কথা বললেন। এদের সংখ্যা  . কোটি।  ১৯০১ এর সেনসাসে রিসলে এদের Animist বললেন। ১৯১১ সালে এদেরকেই বলা হল ' Tribal Animist or people following tribal religion' ১৯৩১ সালে সেনসাস রিপোর্টে হান্ট এদের Hill and Forest Tribes নামে নথিভুক্ত করেন। এদের সংখ্যা জনসংখ্যা .২। ১৯৪১ সালের সেনসাসে এদের স্পষ্ট ভাবে Tribe বলা হয় জনসংখ্যা প্রায় .৪৭ কোটি। Tribe শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে ১৮৩৩ Brain Houghton Hodgson - লেখা জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি- একটি নিবন্ধে।   

রিসলের সংজ্ঞা অনুযায়ী আদিবাসী হল- ".....A collection of families or groups of families, bearing a common name which as a rule does not denote any specific occupation, generally claiming common descent from a mythical or a historical ancestor. Occasionally the name is derived from an animal but in some parts of the country the tribe is held together only by the obligation of kinship. Members speak the same language and occupy (or profess to occupy) a definite tract of the country."

আন্তর্জাতিক আদিবাসী দিবস (প্রতিবছর আগস্ট পালন করা একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি। জাতিসংঘ তাদের দাপ্তরিক কাজে ইন্ডিজিনাস অর্থাৎ আদিবাসী শব্দটি ব্যবহার করে।

আদিবাসী জনগণকে প্রাথমিক দিকে প্রথম জাতি, পাহাড়ি জনগোষ্ঠী, আদিম মানুষ, উপজাতি প্রভৃতি নামে চিহ্নিত করা হত।  

আমেরিকার প্রখ্যাত নৃতত্ত্ববিদ লুইজ মর্গান যাকে আমেরিকার নৃবিজ্ঞানের জনক বলা হয়, তার সংজ্ঞানুযায়ী আদিবাসী হচ্ছেসাধারণত কোন একটি নির্দিষ্ট এলাকায় আদিকাল থেকে যেসব জনগোষ্ঠীর বসবাস করত এবং এখনও করে; যাদের নিজস্ব আলাদা সংস্কৃতি, রীতিনীতি মূল্যবোধ রয়েছে; যারা নিজেদের আলাদা সামষ্টিক। সমাজ-সংস্কৃতির অংশ হিসেবে চিহ্নিত করে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা সমাজে সংখ্যালঘু হিসেবে পরিগণিত, তারাই আদিবাসী।

৫টি মহাদেশের ৪০টির বেশি দেশে বসবাসরত সহস্রাধিক আদিবাসী জনজাতি মানুষের সংখ্যা ৩০-৩৫কোটি। এদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচয় প্রথম জাতি, উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি, ক্ষুদ্র-জাতিসত্ত্বা পরিচয় পাওয়া যায়।  আদিবাসী শব্দের সুর্নিদিষ্ট সংজ্ঞা তাদের অধিকার নিয়ে  জাতীয় আর্ন্তজাতিক তর্ক-বিতর্ক রয়েছে।   জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার আদিবাসী জাতিসত্ত্বার আত্ম-পরিচয়, সামাজিক, সাংস্কৃতিক অর্থনৈতিকভাবে অধিকার সংরক্ষণের জন্য আদিবাসী ট্রাইবেল জনগোষ্ঠি কনভেনশন-১৯৫৭(১০৭) পুনসংস্করণ আদিবাসী ট্রাইবেল জনগোষ্ঠি। কনভেনশন-১৯৮৯ (১৬৯) দুটি ধারা গৃহীত হয়।

২৩ ডিসেম্বর, ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব আদিবাসী দিবসটি পালনে ৪৯/২১৪ বিধিমালায় স্বীকৃতি পায়। আর্ন্তজাতিক দিবসটি বিশ্বের ৯০টি দেশে ৩৭০ বিলিয়ন আদিবাসীরা প্রতিবছর আগস্ট উদযাপন করে থাকেন। উল্লেখ্য, জাতিসংঘ কর্তৃক ১৯৯৩ সালকে আদিবাসীবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বিশ্বব্যাপী আদিবাসী জনগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার, অঞ্চল বা টেরিটরির অধিকার, প্রাকৃতিক সম্পদের অধিকার নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবীতে দিবসটি পালিত হয়। কানাডার অস্ট্রেলিয়ায় ৫২টি আদিবাসী। জাতিগোষ্ঠি(আমাটা, বামাগা, কয়েন প্রভৃতি) বা আদিবাসী বসবাস করছে। আমেরিকায় ক্রো জাতি, আর্জেন্টিনায় কাসি জাতি।

ভারতীয় উপমহাদেশে মানব অভিপ্রায়ণ (peopling of India) বলতে ভারতীয় উপমহাদেশে মানুষ এবং মানবতর (humanoid) প্রাণীর প্রবেশ বসতিস্থাপন বুঝিয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে আজ থেকে সাম্ভাব্য ১৫ লক্ষ বছর পূর্বে মানবতর গোষ্ঠীর প্রবেশের সাক্ষ্য-প্রমাণও পাওয়া যায়।

দশ হাজারের বেশি পূর্ব থেকে আধুনিক মানুষ ভারতীয় উপমহাদেশে কয়েকটি তরঙ্গের অভিপ্রয়াণে (migration) প্রবেশ করেছে। প্রথম পরিযায়ীগণ ভারতে প্রবেশ করে প্রায় ষাট হাজার বছর পূর্বে দক্ষিণের উপকূলীয় ভগ্নাঞ্চলের (Southern Coastal dispersal) মধ্য দিয়ে। এরপর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় জটিল অভিপ্রয়াণ শুরু হয়। কৃষ্টির সূত্রপাতের সাথে দ্রাবিড় ইন্দো-ইউরোপিয়ানদের (আর্য) অভিপ্রয়াণের ফলে ভারতীয় উপমহাদেশের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে পরিবর্তিত হতে থাকে। এখানে মুণ্ড টিবেটো-বার্মিজ লোকদের অভিপ্রয়াণ ভারতীয় উপমহাদেশের জনসংখ্যায় নতুন উপাদান যোগ করে।

প্রাচীনকাল থেকে, বা সর্বপ্রথম এই ভারত ভূখণ্ডে যে জনগোষ্ঠী বসবাস করত, তাদেরইআদিবাসীজনগোষ্ঠী বলা হয়ে থাকে। আদিবাসী শব্দ কথাটিরই অর্থ হল আদি বাসিন্দা বা সর্বপ্রথম বাসিন্দা। বর্তমানে প্রায় সমস্ত আদিবাসী জনগোষ্ঠীকে ভারতীয় সংবিধান অনুসারে Scheduled Tribe বা তপশীলি উপজাতি তালিকাভুক্ত করা হয়েছে। কিছু কিছু আদিবাসী জনগোষ্ঠী হয়ত Scheduled Tribe বা তপশীলি উপজাতি তালিকাভুক্ত হননি, এবং তাঁরা অন্তর্ভুক্তর জন্য আন্দোলন চালিয়ে আসছেন। ভারতে প্রায় ৭০০ এরও অধিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। পশ্চিমবাংলায় মোট ৪০ টি আদিবাসী জনগোষ্ঠীকে Scheduled Tribe বা তপশীলি উপজাতি তালিকাভুক্ত করা হয়েছে।  আদিবাসী জনগণকে প্রাথমিক দিকে প্রথম জাতি, পাহাড়ি জনগোষ্ঠী, আদিম মানুষ, উপজাতি প্রভৃতি নামে চিহ্নিত করা হত। সংযুক্ত জাতিসংঘের (United Nations Organization – UNO) বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে আলোচনার পরেও আদিবাসীদের ব্যাপারে সাধারণভাবে গ্রহণযোগ্য কোন সংজ্ঞায় উপনীত হওয়া সম্ভব হয় নি।  আদিবাসীদের উপজাতি হিসেবে সম্বোধন করা একেবারেই অনুচিত, কারণ তারা কোন জাতির অংশ নয় যে তাদের উপজাতি বলা যাবে। বরং তারা নিজেরাই এক একটি আলাদা জাতি। সারা বিশ্বে পাঁচটি মহাদেশে ৪০টির বেশি দেশে বসবাসরত প্রায় ,০০০ আদিবাসী গোষ্ঠীর মানুষের সংখ্যা প্রায় ৩০ থেকে ৩৫ কোটি। এদের মধ্যে যুক্তরাষ্ট্র কানাডার ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ার ইনুইট বা এস্কিমোস, উত্তর ইউরোপের সামি, নিউজিল্যান্ডের মাওরি অন্যতম। মোট জনসংখ্যার ৬০ শতাংশ আদিবাসী আছে বলিভিয়ায়। পেরু গুয়াতেমালায় অর্ধেক লোকই আদিবাসী। চীন, মায়ানমারেও বহু আদিবাসী রয়েছে। ভারতে প্রায় ১০. কোটি আদিবাসী জনগণ বসবাস করেন যা ভারতের মোট জনসংখ্যার প্রায় . % পশ্চিমবাংলায় প্রায় ৬০ লক্ষ আদিবাসীর বাস যা পশ্চিমবাংলার মোট জনসংখ্যার প্রায় % মূলধারার জনগোষ্ঠীর থেকে আদিবাসীদের পৃথক জীবন, ঐতিহ্য, সংস্কৃতি ইতিহাস আছে। পশ্চিমবাংলায় মোট ৪০ টি আদিবাসী জনগোষ্ঠীকে ‘Schedule Tribe (ST) বা তফশিলি উপজাতিহিসেবে তালিকাভুক্ত করা হয়েছে সরকারী সুযোগ সুবিধা প্রদান করার জন্য।  

পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বাংলাদেশে আদিবাসী জাতিগোষ্ঠীর সংখ্যা ৪৮টি। এগুলো হচ্ছে: চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চ্যঙ্গা, বম, পাংখো, চাক, খেয়াং, খুমি, লুসাই, কোচসাঁওতাল, ডালু, উসাই, রাখাইন, মণিপুরী, গারো, হাজং, খাসিয়া বা খাসি, মং, ওঁরাও, বর্ম্মন, পাহাড়ি, মালপাহাড়ি, মুন্ডা, কোল, কন্দ, পাংখো, পাঙন, মুরং, রাজবংশী, পাত্র, গণ্ড, হাজং।

ভারতের মধ্যে সবচেয়ে বেশি আদিবাসীগোষ্ঠীর সন্ধান পাওয়া যায় অরুণাচল প্রদেশ। মোট ১০৬টি আদিবাসী জনগোষ্ঠীর বাস এখানে। ওড়িশার ৬৩টি আদিবাসী জনগোষ্ঠী বাস করে। অন্যান্য যে সব রাজ্যগুলিতে যথেষ্ট সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর বসবাস দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো কর্ণাটক  ৪৭টি, মহারাষ্ট্র ৪৭টি, মধ্যপ্রদেশ ৪৫টি, পশ্চিমবঙ্গ ৪০টি, কেরালা ৩৪টি, তামিলনাড়ু ৩৩টিএবং অন্ধ্রপ্রদেশ ৩৩টি, সিকিমে ২টি, মিজোরামে মোট জনসংখ্যার ৯০ শতাংশের অধিক তাদের উপস্থিতি। 

বিভিন্ন রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী সংখ্যা ২০১১ জনগননা অনুযায়ী -

১। জম্মু-কাশ্মীর -১১.৯১

২। হিমাচল প্রদেশ -.৭১,

৩। উত্তরাখণ্ড -.৮৯,

৪। রাজস্থান -১৩.৪৮,

৫। উত্তরপ্রদেশ -.৫৭

৬। বিহার -.২৮,

৭। সিকিম -৩৩.,

৮। অরুণাচল -৬৮.৭৯,

৯। নাগাল্যান্ড -৮৬.৪৮,

১০। ত্রিপুরা -৩১.৭৬,

১১। মেঘালয় -৮৬.১৫,

১২। আসাম -৩২.৪৫,

১৩। পশ্চিমবঙ্গ -.,

১৪। ঝাড়খণ্ড -২৬.২১,

১৫। মিজোরাম -৯৪.৪৩,

১৬। মনিপুর -৪৫.৪২,

১৭। ওড়িশা -২২.৮৫,

১৮। ছত্রিশগড় -৩০.৬২,

১৯। মধ্যপ্রদেশ -২১.৯১,

২০। গুজরাট -১৪.৭৫,

২১। দমন দিউ -.৩২,

২২।দাদরা এবং নগর হাভেলি -৫১.৯৫,

২৩। মহারাষ্ট্র -.৩৫,

২৪। অন্ধ্রপ্রদেশ -.৯৯,

২৫। কর্ণাটক -.৯৫,

২৬। গোয়া -১০.২৩,

২৭। লাক্ষাদ্বীপ -৯৪.৮০,

২৮। কেরালা -.৪৫,

২৯। তামিলনাড়ু -.,

৩০। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ -.,

 

এরমধ্যে গত কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনসংখ্যা হ্রাস পেয়েছে। (ভারতের ৫০% কয়লা, ১০০% তামা ৪০% বক্সাইট আছে আদিবাসী জনগোষ্ঠীর পায়ের নীচেই। সেই খনিজের জন্য অতি ধনিক শ্রেণীকে তুষ্ট করতে সরকার আদিবাসীদের বিরুদ্ধে নানা কৌশল  অবলম্বন করতে হয়েছে। 

২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায়ে অন্তত ১৭টা রাজ্যের ১০ লক্ষের বেশি আদিবাসী পরিবার তাদের বনভূমির আবাসস্থল থেকে উচ্ছেদের মুখে পড়ে। ওই রায় দেওয়া হয়েছিল ২০০৬ সালের বনভূমি অধিকার আইনকে অগ্রাহ্য করে। সেই আইনে স্পষ্ট বলা রয়েছে জঙ্গল বা তার ধারেকাছে বসবাসকারী পরিবারগুলোকে জমির মালিক হিসাবেই গণ্য করতে হবে।)  

The International Day of the World's Indigenous Peoples is observed on 9 August each year to raise awareness and protect the rights of the world's indigenous population. This event also recognizes the achievements and contributions that indigenous people make to improve world issues such as environmental protection.

The International Day of the World's Indigenous Peoples was first pronounced by the General Assembly of the United Nations in December 1994, to be celebrated every year during the first International Decade of the World's Indigenous Peoples (1995–2004). In 2004, the Assembly proclaimed a Second International Decade, from 2005–2015, with the theme of "A Decade for Action and Dignity".

 

By resolution 49/214 of 23 December 1994, the United Nations General Assembly decided that the International Day of the World's Indigenous People shall be observed on 9 August every year during the International Decade of the World's Indigenous People.

উৎসমুখ-

 প্রসঙ্গ আদিবাসীসুমহান বন্দ্যোপাধ্যায়, অফবিট পাবলিশিং, কোলকাতা, ২০১৪।

 

No comments:

Post a Comment