Tuesday, April 19, 2022

 

অভিমত

 

পট্ঠান, বুদ্ধের দর্শনের নিগুঢ়তম বিষয়। এই পট্ঠান হলো কার্যকরণ তত্ত্বের সুবিস্তৃত বিশ্লেষণ। কথিত আছে বুদ্ধের শরীর হতে ষড়রশ্মি নির্গত হয়েছিলো এই পট্ঠান চিন্তনের সময়েই। পট্ঠানে চব্বিশ প্রকার "কারণ" কারণসমূহের "কারণ" কথা ব্যাখ্যাত হয়েছে। দার্শনিক মনস্তত্ত্বময় এই পট্ঠান বা প্রধান কারণকে উপলব্ধি করতে চাইলে যথাযথ অভিনিবেশ অনুশীলন খুবই জরুরী। পট্ঠানকে বুঝতে পারলে জগৎ জীবন সম্পর্কে সঠিক প্রকৃষ্ট অনুভূতির উদয় হয়।

আবুসো ভিক্ষু শাসনজ্যোতি "দহরো মুমুক্ষু ভিক্ষু" সে এই পট্ঠানকে নিত্যপাঠ্য করে তোলার অভিপ্রায়ে চব্বিশ প্রকার প্রত্যয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যার সঙ্কলন করতে চলেছে, এবং এটি দ্ব্যর্থহীনভাবে সাধুবাদ যোগ্য। এটির পাঠে বুদ্ধ । বাণীর পাঠ হয় হেতুতে পুণ্য হয় বটে, তবে এটির অনুধাবনে যাতে সকলেই সচেষ্ট হন, হৃদয়ঙ্গম করা একান্ত আবশ্যক। অলং অতি বিত্থারেণ 

 

 

 

সুমনপাল ভিক্ষু 

অতিথি প্রভাষক, পালি বিভাগ,

কলিকাতা বিশ্ববিদ্যালয়,

অতিথি প্রভাষক, বাংলা বিভাগ,

নবগ্রাম হীরালাল পাল কলেজ

কোন্নগর, হুগলি।

 

 

No comments:

Post a Comment