Friday, July 23, 2021

 হিন্দি, ইংরেজি অবশ্যই শিখবো কিন্তু জোড় করে চাপিয়ে দেওয়া বরদাস্ত করা হবে না । তারা যদি বাংলায় আসে বাংলা ভাষা শিখে আসুক, ইংরেজি ভাষা শিখে আসুক তাই না, নিজের মাতৃভাষা আর কতো নিঃশেষ হবে দেখতে থাকবো, এই করে কতো মাতৃভাষা বিলুপ্ত হয়ে গেছে তার পরিসংখ্যান দিয়ে শেষ করা যাবে না ।

--------
এক প্রকারের ভাষা-সন্ত্রাস,  যেটা তৎকালীন পূর্ব পাকিস্তানে করতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানের শাসক  পারেনি । পূর্ববঙ্গের শিক্ষক, ছাত্র, যুবক, সর্বস্তরের নরনারী প্রতিবাদে গর্জে উঠেছিল ।
---------
প্রতিবাদে গর্জে উঠোন আপামর সকলে ।মানব না, প্রতিবাদ,  প্রতিরোধ চাই ।
--------
নিজের মাতৃভাষা আগে, অন্য ভাষা শিখবো কি শিখবো না, সেটা যে শিখতে চায় তাঁর উপর নির্ভর করবে, কিন্তু  চাপিয়ে দেওয়া বরদাস্ত নয়।
--------
ভাষা ঋণ সব ভাষায় আছে,  কে কতটুকু ব্যবহার করে তার উপর নির্ভর করবে । বাংলাদেশের প্রখ্যাত কবি লেখক হুমায়ূন আজাদ সবসময় খাঁটি বাংলায় বক্তৃতা এবং সাক্ষাত্কার দিতেন, তাঁর ইউ টিউব দেখতে পারেন ।
--------
কেউ বলছেন না বাংলা আবশ্যিক করতে হবে গ্র্যাজুয়েশন পর্যন্ত, কিন্তু সবাই বলছেন হিন্দি, ইংরেজি পড়লে ক্ষতি কি, ক্ষতি কথা একবারও বলিনি, বলেছি জোড় করে চাপিয়ে দেওয়া কেনো বরদাস্ত করা হবে? যে  বা যাঁরা শিখতে চান তাঁরা শিখতে পারেন ।

No comments:

Post a Comment