Monday, August 29, 2022

 আষাঢ়ী পূর্ণিমা বিষয়টির গুরুত্ব হল; আষাঢ়ী পূর্ণিমায় গৌতম বুদ্ধের জীবনের যে সকল ঘটনাবলী আছে, সেগুলো ব্যক্ত করার পূর্বে  আষাঢ়ী পূর্ণিমার শাব্দিক অর্থ বলা প্রয়োজন। আষাঢ় শব্দটি বাংলা পালিতে এই শব্দবন্ধটি ‘আসাল্হ’ বলা হয়। আষাঢ় বা আসাল্হ মাসেই এ পূর্ণিমা প্রবর্তিত হয় বলে আষাঢ়ী পূর্ণিমা বলা হয়। শ্রাবণ কৃষ্ণপ্রতিপদ এবং ভাদ্র কৃষ্ণপ্রতিপদ বুদ্ধ বর্ষাবাসের জন্য দু’টি তিথি বা সময় নির্ধারিত করেছেন। প্রাচীন ভারতেও এর প্রচলন রয়েছে। 

আষাঢ়ী পূর্ণিমার যে পাঁচটি ঘটনাবলীর বিষয় প্রারম্ভে ইঙ্গিত করা হয়েছে সেগুলো হলো (১) মাতৃজঠরে সিদ্ধার্থের প্রতিসন্ধি গ্রহণ, (২) মহাভিনষ্ক্রমণ বা গৃহত্যাগ, (৩) পঞ্চবর্গীয় শিষ্যদের তথা বহুজন হিতার্থে বহুজন সুখার্থে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা বা বুদ্ধের প্রথম ধর্ম উপদেশ। (৪) শ্রাবস্তীর গণ্ডম্ব মতান্তরে গণ্ডাম্র বৃক্ষমূলে অলৌকিক ঋদ্ধি প্রাতিহার্য প্রদর্শন এবং (৫) মাতৃদেবীকে তাবতিংস স্বর্গে অভিধর্ম দেশনা।

আসাঢ়স্স চ কালম্হা যাব কত্তিকপুণ্ণমা। বস্সাকালোতি বিঞ্ঞৃয্যো অট্ঠ হোন্তি উপোসথা। কত্তিকস্স চ কালম্হা যাব ফগ্গুণপণ্ণমা।  হেমন্তকালোতি বিঞ্ঞেয্যো অট্ঠা হোন্তি উপোসথা। ফগ্গুণস্স চ কালম্হা যাব আসাঢ়পুণ্ণমা। গিম্হকালোতি বিঞ্ঞেয্যো অট্ঠ হোন্তি উপোসথা। চতুদ্দসী পঞ্চদসী জানিতব্বং। আসাঢ়ে চ ভদ্দে চেব  কত্তিকে যেবাপি পুস্সকে। ফগ্গুণে চ বেসাখে এতে পুণ্ণরসী দ্বে। সাবনস্সযুজ মাঘসিরে মাঘচিত্তস্স জেট্ঠো। এতে পুণ্ণরসী সুক্খে করিস্সনে চতুদ্দসী।

ভগবান গৌতম বুদ্ধের সাতটি স্বরনীয় দিন কি কি?


১: বৃহস্পতিবার- মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহন করেন (আষাঢ়ী পূর্নিমা)

২: শুক্রবার- ভূমিষ্ঠ হন লুম্বিনি কাননে (বৈশাখী পূর্নিমা)

৩: শনিবার- ধর্মচক্র প্রবর্তন করেন সারনাথে (আষাঢ়ী পূর্নিমা)

৪: রবিবার- দাহক্রিয়া করা হয় কুশিনগরে (আষাঢ়ী পূর্নিমা) 

৫: সোমবার- গৃহত্যাগ করেন ২৯ বছর বয়সে (আষাঢ়ী পূর্নিমা)

৬: মঙ্গলবার- মহা পরিনির্বাণ লাভ করেন কুশিনগরে (বৈশাখী পূর্নিমা)

৭: বুধবার- বুদ্ধত্ব লাভ করেন ৩৫ বছর বয়সে বুদ্ধগয়া বৌধিবৃক্ষ মূলে (বৈশাখী পূর্নিমা)


No comments:

Post a Comment