প্রখ্যাত জ্ঞানতাপস ও আচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ধীমান শিক্ষাবিদ ও লেখক, বহুভাষাবিদ মাননীয় অধ্যাপক সুনীতিকুমার পাঠকের প্রতি অভিবাদন ও শ্রদ্ধার্ঘ্য
হে জ্ঞানতাপস,
ধরণীর ধূলিতলে কতো মানব সন্তান আসে, কতো চলে যায়। এই যাওয়া আসার খেলায় আপনি স্মরণীয় হয়েই রইবেন বহু যুগ যুগ। কেননা, আপনার জ্ঞানসাধনা এতই প্রভূত ও প্রোজ্জ্বল যে আপনার জ্ঞানদ্যুতি ছড়িয়ে রয়েছে বাংলা, তিব্বত, পালি, সংস্কৃত প্রভৃতি ভাষার রচনায়। আপনার জ্ঞানস্পৃহা আপনার এই নবুতিপর বয়সেও আমাদের প্রেরণা যুগিয়ে চলেছে যে বয়স একটি সংখ্যামাত্র। শাস্ত্রে বলা আছে "নহি জ্ঞানেন সদৃশাং পবিত্রমিহ বিদ্যতে"। আপনি মহার্ঘ জ্ঞানভূমির মহাতপস্বী। আপনার জ্ঞানসাধনার তরুতলে আমরা আপনার চরণে আমার বিনম্র অঞ্জলি নিবেদন করি।
হে সত্যদ্রষ্টা ঋষি,
আপনার সততা ও ত্যাগ, নির্লিপ্ততা ও ঔদার্য, নিষ্ঠা ও সারল্য, স্নেহ ও গাম্ভীর্যতা একজন প্রকৃত ঋষিরই জঙ্গম অবয়ব তুল্য। আপনি সত্যকেই দেখিয়ে চলেছেন, সত্যেরই জয়গান গেয়ে যাচ্ছেন, সত্যেরই উদ্ভাসনে নিজের মনের রত্নখনি খনন করে চলেছেন অবিরত। "সত্যমেব জয়তে"- সত্যেরই জয় হয়, আপনি সত্যান্বেষী ঋষি। তাই জয়গাথা তব গেয়ে চলি মোরা দীনজনে।
হে ধীমান আচার্য,
আপনি আমাদের প্রাচার্য-আচার্য। আপনার শিক্ষা বিভায় কতো কতো শিক্ষানবীশ যে শিক্ষার আলোর ঝরণাধারায় স্নাত হয়েছে তা তুলনাতীত। আপনার করুণা স্পর্শে বহু বহু ছাত্রছাত্রী আজ শিক্ষা বিলিয়ে চলেছেন দেশে-দেশান্তরে। আপনার শিক্ষাদ্যুতিতে কতো কতো মানবের মনের কালিমা মুছে জ্ঞান-জোছ্নায় সিক্ত-পরিসিক্ত হয়ে চলেছে তার ইয়ত্তা নেই! শিক্ষাচার্য রূপে আপনি একমেবাদ্বিতীয়ম্। আপনাকে নিরন্তর বন্দনা।
আপনার নীরোগ ও আরো দীর্ঘায়ু জীবন কামনা করি।
নিবেদক-
বোধি-নিধি সোস্যাল ওয়েলফেয়ার কালচারাল এসোসিয়েশন'র
সদস্যবৃন্দ
No comments:
Post a Comment