ড. দীপক কুমার বড়ুয়া এক সংক্ষিপ্ত জীবনালেখ্য
(শোক ও স্মরণাঞ্জলী)
সুমনপাল ভিক্ষু
"কোন খসে পড়া তারা
প্রাণে এসে খুলে দিল
বেদনার অশ্রুধারা"
পৃথিবীতে এমন কিছু ক্ষণজন্মা ও বিদগ্ধজন আছেন যাঁরা আপন গতিপথ থেকে এতটুকু বিচ্যুত হন না। ড. দীপক কুমার বড়ুয়া তার জ্বলন্ত স্বাক্ষর। ড. দীপক কুমার বড়ুয়া ১৯৩৮ সালে ১৪ এপ্রিল অধুনা বাংলাদেশের চট্টগ্রামের হাসিম তাঁর পিতা কোলকাতায় অবস্থান করতেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাঁর মা সন্তানকে। পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রবীন্দ্রলাল বড়ুয়া মাতা নিরুপমা দেবী। কর্মসূত্রের তাঁর পিতা কোলকাতায় অবস্থান করতেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাঁর মা সন্তানকে নিয়ে আসেন কোলকাতায়। কোলকাতায় কে.জি স্কুলে পড়াশুনোর গোড়াপত্তন হয়। বউবাজার হাইস্কুল থেকে ১৯৫৪ সালে কৃতিত্বের সহিত মাধ্যমিক পাশ করেন। ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন (ইন্টারমিডিয়েট)। ১৯৫৮ সালে প্রেসিডেন্সি কলেজ হতে পালিতে বি.এ. অনার্স পাশ করেন। ১৯৬০ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে এম.এ. পাশ করেন। ১৯৬২ সালে লাইব্রেরী সায়েন্স পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা লাভ করেন ও স্বর্ণপদকসহ পি.আর.এস সম্মান। তিনি বিশ্ববিদ্যালয় হতে মাউন্ট গোল্ড মেডেল লাভ করেন। ১৯৬১-৬২ সালে গবেষণার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল “An Anlytical Studies of Four Nikayas”। কীর্তিমান জীবনের অধিকারী ড. দীপক কুমার বড়ুয়া প্রথম কর্মময় জীবন শুরু করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। উক্ত বিশ্ববিদ্যালয়ে তিনি লাইব্রেরী এবং ইউনেসকো ইনফরমেশন সেন্টারের দায়িত্ব ছাড়াও দর্শন ও সংস্কৃতি বিভাগে প্রভাষকের দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগে স্থায়ী প্রভাষক পদে যোগদান করেন। ১৯৭৩ সালে তিনি রিডার এবং ১৯৭৯ সালে পালি বিভাগে ফুলটাইম প্রফেসর এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে কলাঅনুষদের ডিন (অধ্যক্ষ) নির্বাচিত হন। ১৯৯৬ সালে নব নালন্দা মহাবিহারের ডাইরেক্টর হিসেবে যোগদান করেন। ২০০১ সালে তিনি পশ্চিমবঙ্গের মাইনরিটি কমিশনের সদস্য নির্বাচিত হন।
ড. বড়ুয়ার সুনাম ও কৃতিত্ব দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে, তাঁকে ২০০২-২০০৩ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পালি ও বুড্ডিষ্ট স্টাডিজের ভিজিটিং অধ্যাপক নিযুক্ত করেন। তিনি এশিয়াটিক সোসাইটি ও বঙ্গীয় সাহিত্য পরিষদের আজীবন সদস্য। তিনি একাডেমী কমপারেটিভ রিলিজিয়ন অব ইণ্ডিয়ার জীবন সদস্য। ২০০৩ সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। মহাবোধি সোসাইটি অব ইণ্ডিয়ার জীবন সদস্য ও লণ্ডন পালি টেক্সট সোসাইটির ভারতীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। রিপাবলিক অব কোরিয়ার এশিয়া ইনফরমেশন লাইব্রেরী এণ্ড সোসাইটির এডভাইজার এডিটোরিয়াল বোর্ডের সদস্য। তিনি ইণ্ডো-ইরানিকা কোয়াটার্লি অর্গেন অব দি ইরান সোসাইটির রেসিডেন্ট এডিটর এবং বুদ্ধগয়া ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার এর ভাইস প্রেসিডেন্ট এবং বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সভাপতিও ছিলেন বহুদিন। তাঁর গবেষণা কর্মের অবদানও কম নয়। এযাবৎ বাংলা-ইংরেজী মিলে তাঁর ২০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
১। Anagarika Dharmapala : A study, 1964.
2। Exhibition on Folklore Catalogue : Exhibition of Books and offer Materials of folklore and Allied Subjects এই গ্রন্থটি যৌথভাবে সম্পাদন করেন ড. বড়ুয়া ও শঙ্কর সেন মহাশয়, 1966.
3। V. iharas in Ancient India: Survey of Buddhist Monasteries,1969.
4। : Jogajjyoti A Buddha Jayanti Annual Sovinour, 1970.
5। An Analytical Study of Four Nikayas, 1971.
6। Buddha Gaya temples its History, 1975.
7। Art of Central Asia., 1981.
8। Ruparupa Vibhaga of Achariya Buddhadatta Thera: Pali Text with English translation and notes, edited and translated into English, 1995.
9।BuddhaduttaKrita Ruparupa vibhaga: Mul Pali Grantha Banganubad O Nirvacita Sabda - Tika Saha, edited and Trans- lated in to Bengali, 1997.
10। Applied Buddhism Studies in the Gospal of Buddha from modern perspectives, 2005.
11।Academic library System: Master of Library and information science (MLIS), 2006.
12। Buddha Dharma O Darsan, 2008.
13। Adhunikata O Uttaradhunikatar Preksite phalita Buddha Dharma,2009.
14। New Vajrayana Mystic Songs From Nepal: A study on the Nava Caryapada with texts and translations, 2010
15। Self Cultivation without self : In Perspective of Applied Buddhism, along with Ankur Barua, 2010.
16। Applied Buddhism in Modern Mathematics : Unrecognised Buddhist Contribution. along with Ankur Barua, 2010.
17। Applied Buddhism in Modern Science : Episode I, along with Ankur Barua, 2010.
18। Buddhism Flourishes in Hong Kong. An Account of Buddhist History of Hong Kong, along with Ankur Barua, 2010.
19। Foundation of our true understanding : Through Applied Buddhism, along with Ankur Barua, 2010.
20। Glorification of the Buddha and the Bodhisatta in Theravada Buddhism, along with Ankur Barua, 2010.
তিনি বহু দেশীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে ও সেমিনারে যোগদান করেন। ড. বড়ুয়া বাঙালী বৌদ্ধ সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র । ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. দীপক বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও পুণ্যদান। তাঁর পরিবারের প্রতি সমবেদনা এবং তাঁর প্রতিও অশেষ কৃতজ্ঞতা ও নির্বাণ সুখ কামনা করি।
No comments:
Post a Comment