/ সুনীতি পাঠক //
একটি বিশালগাছ মাথা যার আকাশে ঠেকেছে ।
সুনীতিকুমার পাঠক। বৌদ্ধ জ্ঞানের সংরক্ষণ সংস্কৃতি কিরকম ? কিভাবে তা স্মৃতি থেকে অক্ষরবদ্ধ করা হয়েছে ? পুথির পাতায় লিপিবদ্ধ সেই জ্ঞান মোনাস্ট্রির গ্রন্থাগারে গ্রন্থাগারে জমা পড়েছে । কিভাবে তা শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে জ্ঞানার্থীদের তৃষ্ণা নিবারণ করেছে। যা হারিয়ে যাওয়ার কথা ছিল তা কিভাবে দেশে দেশান্তরে রূপে রূপান্তরে প্রবাহিত হয়ে চলেছে সে বিষয়ে জানার জন্য ঘন্টা দুয়েকের একটি সাক্ষাৎকার ।
মনে হল সমুদ্র সাঁতরে এলাম। সুমনপাল ভিক্ষু ছিলেন মুখ্য ভূমিকায়। আমরা দুতিনজন ছিলাম টোকার কাজে। সুনীতি পাঠকের বয়স বেশি নয়। মাত্র ৯৫ বছর। অনর্গল বলে গেলেন। শ্লোকের পর শ্লোক ,শাস্ত্রের পর শাস্ত্র। তিনি জ্ঞানবৃদ্ধ জ্ঞানের পরিমাপে ও বয়ঃক্রমে । মানসিক ও শারীরিক সামর্থ্যে তরুণ আজও। এক আত্মীয় শিশুকে দেখতে এসেছিলেন। শান্তিনিকেতনী ঐতিহ্য মেনে সঙ্গে নিয়ে এসেছিলেন রঙিন উত্তরীয়। উত্তরীয় দিয়ে বরণ করলেন সেই নতুন অভ্যাগতকে। আমরা অবাক !
No comments:
Post a Comment