(পিপরাওয়া বৌদ্ধ কলস শিলালিপি)
ভারতের উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার পিপরাওয়া থেকে পাওয়া কলসটির শিলালিপি। এই শিলালিপিটি ব্রাহ্মীতে পাওয়া প্রাচীনতম শিলালিপি, যা সম্রাট অশোকের আগে ব্রাহ্মী। এই ব্রাহ্মীর বিশেষত্ব হল এর আকৃতি ও আকার নেই। সময়টা ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী।
𑀲𑀼𑀓𑀺𑀢𑀺 𑀪𑀢𑀺𑀦𑀁 𑀲𑀪𑀕𑀺𑀦𑀺𑀓𑀦𑀁 𑀲𑀧𑀼𑀢𑀤𑀮𑀦𑀁
𑀇𑀬𑀁 𑀲𑀮𑀺𑀮𑀁 𑀦𑀺𑀥𑀦𑁂 𑀩𑀼𑀥𑀲 𑀪𑀕𑀯𑀢𑁂 𑀲𑀓𑀺𑀬𑀦𑀁
সুকিতি ভতিনং সভাগিনিকনং সপুতদলং।
ইয়ং সলিলং নিধনে বুধস ভগবতে সকিয়নং।
Sukiti-bhatinaṃ sabhaginikanam sa-puta-dalanam
iyaṃ salila-nidhane Budhasa bhagavate sakiyanam
সুকিতি - ভগবান বুদ্ধকে সুকৃতি (মানব দেহের সেরা সৃষ্টি) বা সুকীর্তী (সুখ্যাতিতে পূর্ণ) বলা হয়। আরেকটি মত হল সুকিতি শব্দটি শুধুমাত্র রাজকুমার সিদ্ধার্থের পরিবারের সদস্যদের জন্য ব্যবহৃত হয়েছে।
ভাই-বোন।
সভগিনিকনং - বোন সহ।
সপুতদলনং – পুত্র ও কন্যা অর্থাৎ পুত্রবধূ সহ।
ইযং - এই।
সলিলং নিধনে - দেহের মৃত্যু অর্থাৎ হাড়ের (অস্হি) পাত্র।
বুধস ভগবতে সকিয়নং - শাক্যদের ভগবান বুদ্ধ।
অনুবাদ - এই অস্হি পাত্রটি ভগবান বুদ্ধের শাক্য ভাই, বোন, পুত্র এবং পুত্রবধূরা (দান) করেছিলেন।
No comments:
Post a Comment