অভিমত
পট্ঠান, বুদ্ধের দর্শনের নিগুঢ়তম বিষয়। এই পট্ঠান হলো কার্যকরণ তত্ত্বের সুবিস্তৃত
বিশ্লেষণ। কথিত আছে বুদ্ধের শরীর হতে ষড়রশ্মি নির্গত হয়েছিলো এই পট্ঠান চিন্তনের সময়েই। পট্ঠানে চব্বিশ প্রকার
"কারণ" ও কারণসমূহের
"কারণ" কথা ব্যাখ্যাত
হয়েছে। দার্শনিক ও মনস্তত্ত্বময় এই পট্ঠান বা প্রধান কারণকে উপলব্ধি করতে চাইলে যথাযথ অভিনিবেশ ও অনুশীলন খুবই জরুরী। পট্ঠানকে বুঝতে পারলে জগৎ ও জীবন সম্পর্কে সঠিক ও প্রকৃষ্ট অনুভূতির উদয় হয়।
আবুসো ভিক্ষু শাসনজ্যোতি
"দহরো ও মুমুক্ষু ভিক্ষু"। সে এই পট্ঠানকে নিত্যপাঠ্য
করে তোলার অভিপ্রায়ে চব্বিশ প্রকার প্রত্যয়ের
সংক্ষিপ্ত ব্যাখ্যার
সঙ্কলন করতে চলেছে, এবং এটি দ্ব্যর্থহীনভাবে সাধুবাদ যোগ্য। এটির পাঠে বুদ্ধ । বাণীর পাঠ হয় হেতুতে পুণ্য হয় বটে, তবে এটির অনুধাবনে যাতে সকলেই সচেষ্ট হন, হৃদয়ঙ্গম করা একান্ত আবশ্যক। অলং অতি বিত্থারেণ ।
সুমনপাল ভিক্ষু
অতিথি প্রভাষক, পালি বিভাগ,
কলিকাতা বিশ্ববিদ্যালয়,
অতিথি প্রভাষক, বাংলা বিভাগ,
নবগ্রাম হীরালাল পাল কলেজ,
কোন্নগর, হুগলি।
No comments:
Post a Comment