বড়ুয়ারা যতদিন উপযুক্ত গুরু চয়ন করতে জানবে না এবং উপযুক্ত গুরুর সান্নিধ্যে গমন করবে না, উপযুক্ত আদেশ উপদেশ শিরোধার্য করতে শিখবে বা মেনে চলবে না -- এবং সমাজকে সঠিক ও যথাযথ নেতৃত্ব দিতে পারবে না, অপারগতা স্বীকার করে নেতৃত্ব সেচ্ছায় সরে আসবে না এবং নেতৃত্ব মেনে নেবে না, ততদিন বড়ুয়ারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না । কিছু বড়ুয়া আছে, কিছু কেনো অধিকাংশ বড়ুয়ারা যেসব গুরুরা গুরুচিত ভূমিকা পালন না করে তুমি ভালো বলে নিজের আঁকের গোছায়, আর আঁকের গোছাতে গিয়ে সমাজ সদ্ধর্মের সমূহ বিপদ আর ধ্বংসের দিকে নিমজ্জিত করছে, তুমি ভালো বলে বলেই বড়ুয়ারা তাঁদের কোন বিচার বিশ্লষণ না করে অন্ধ ভাবে মেনে নেয়, এবং সেই গুরু না বুঝে নিজের ওজন না বুঝে সমাজের হিত-অহিত । আর যাঁদের নেতৃত্ব দেওয়ার নূন্যতম যোগ্যতা নেই তারা সেই সব গুরুদের শিখণ্ডী করে নেতা হয়ে আর সমাজের শিরোমণি হয়ে সমাজ, জাতি, সম্প্রদায়, সদ্ধর্মকে, ভবিষ্যত প্রজন্মকে কলুষিত করছে । এই বিপদ আরো বেশি করে ঘনীভূত হচ্ছে, যতদিন যাচ্ছে তা আরো চেপে বসেছ, সমাজ ও জাতির প্রগতিকে মহাকালের সময় সীমা পর্যন্ত অতিক্রম করে যাচ্ছে ।
No comments:
Post a Comment